প্রচ্ছদ > আন্তর্জাতিক >

মেয়ের সামনেই দুর্ঘটনায় মারা গেলেন ব্রিটিশ মিলিয়নিয়ার

article-img

ব্রিটিশ মোটরসাইকেল আরোহী যিনি স্পেনে একটি ভ্যানে মুখোমুখি ধাক্কা লেগে মারা গেছেন, তার পরিচয় মিলেছে। তিনি লন্ডনের কোটিপতি পল জেরার্ড টাসটেইন।

৬২ বছর বয়সী টাসটেইন এনএ-১১১০ নামক একটি সড়কে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় টাসটেইন ভুল রাস্তায় ঢুকে পড়েন এবং তার বাইক একটি সাদা ভ্যানে সরাসরি ধাক্কা খায়।

 

দুর্ঘটনার সময় তার মেয়ে তার পেছনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা দুজনে একসাথে স্পেন সফরে বের হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মৃত ব্যক্তির মেয়ে নিজ চোখে দেখেন, তার বাবার মোটরসাইকেলটির ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এবং তিনি রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তির মেয়ে দেখতে পান তার বাবা ভুল দিকের রাস্তায় উঠে গেছেন এবং তিনি হাত নেড়ে তাকে সতর্ক করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।’

 

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘তার মোটরসাইকেলটি একটি ভ্যানে মুখোমুখি ধাক্কা খায়। ময়নাতদন্তে জানা যাবে তিনি কোনো শারীরিক সমস্যা অনুভব করছিলেন কিনা, যার ফলে তিনি ভুল দিকের রাস্তায় চলে যান। নাহলে এটা হয়তো কোনো মারাত্মক বিভ্রান্তির কারণে হয়েছে। সংঘর্ষটি ছিল ভয়ানক।’

 

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ভ্যানটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং রাস্তার আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে পাম্পলোনা শহর থেকে মাত্র ৩৫ মিনিট দূরে—যেটি ষাঁড় দৌড়ের জন্য বিখ্যাত।

দুর্ঘটনার সময় পল ও তার মেয়ে লোগরোনো শহরের দিকে যাচ্ছিলেন।

পলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তিনি ছিলেন বুলিয়নভল্ট-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান; যা বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বুলিয়ন বিনিয়োগ সেবা।

 

২০১৬ সালে বুলিয়নভল্টে সংরক্ষিত স্বর্ণের পরিমাণ ছিল ১.৩ বিলিয়ন ডলারের বেশি—যা তখন ব্রিটিশ ট্রেজারির মোট রিজার্ভের প্রায় ১১ শতাংশের সমান।

পল হুইস্কিইনভেস্টডিরেক্ট ডটকমের মালিকও ছিলেন, যা ব্যারেলভর্তি স্কচ হুইস্কির পরিপক্কতার জন্য সম্মিলিত অর্থায়নের আয়োজন করত।

আর্থিক ও বিনিয়োগ খাতে প্রবেশের আগে তিনি স্যাম সিস্টেমস প্রতিষ্ঠা করেন, যা ব্যাংকিং ও স্টকব্রোকিং খাতের মিড ও ব্যাক অফিস ফাংশনগুলোর ওপর বিশেষায়িত ছিল।

এই উদ্যোক্তা ও তার তিন ভাইবোন হার্টফোর্ড নামক একটি গ্রামে বড় হয়েছেন—যেটি হান্টিংডন, ক্যামব্রিজশায়ারের কাছাকাছি অবস্থিত।

তার মা ছিলেন গৃহিণী এবং বাবা ছিলেন একজন স্টকব্রোকার, যার প্রতিষ্ঠান ১৯৭০ দশকের মাঝামাঝি বাজার ধসের পর বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার প্রাথমিক তথ্য রাতেই জানা গেলেও শুক্রবার সকালেই নিশ্চিতভাবে জানা গেছে যে পল ছিলেন নিহত ব্যক্তি।

দ্রুতই অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও এমনকি একটি মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। তবে মোটরসাইকেল আরোহীকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘বিকেলে আমাদের ডাকা হয় একটি মোটরবাইক ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায়, যা এনএ-১১১০ সড়কে ঘটেছে। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং ভ্যানের যাত্রীরা অক্ষত ছিলেন।’